মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আব্দুল্লাহ (২২) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবককে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। আব্দুল্লাহ উপজেলার কাটাখালী গ্রামের শিক্ষক ইমদাদুল হকের ছেলে।
কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান জানান, আটক যুবক আব্দুল্লাহ একজন চিহ্নত বখাটে। সে প্রায়ই স্কুলের যাওয়া-আসার পথে তার স্কুলের নবম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। রোববার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়ে স্কুল থেকে বাড়ীতে ফেরার পথে বখাটে যুবক আব্দুল্লাহ ওই ছাত্রীর গতিপথ রোধ করে বিয়ের প্রস্তাব দেয় এবং বিয়েতে রাজি না হলে জোর করে বিয়ে করার ব্যাপারে হুমকি দেয়। এ ঘটনার পর ওই ছাত্রী কাঁদতে কাঁদতে কাটাখালী গ্রামে তার মামার বাড়িতে যেয়ে ঘটনাটি জানায়। এরপর তার মা-বাবা স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে এসে অভিযোগ করেন। অভিযোগ করার পর ওই বখাটে আব্দুল্লাহ আরও ক্ষিপ্ত হয়ে ছাত্রীর পরিবারকে নানা ভাবে হুমকি দেয়। এরপর ওই ছাত্রীর মা-বাবা তাদের নিরাপত্তার কথা ভেবে ওই দিনই মণিরামপুর থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাবার পর পুলিশ বখাটে আব্দুল্লাহকে আটক করতে তৎপর হন। সোমবার (২৪ সেপ্টেম্বর ) রাত ১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। মণিরামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে মঙ্গলবার দুপুরেই জেল-হাজতে পাঠনো হয়েছে।
মণিরামপুরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটে আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/