সেপ্টেম্বর ১, ২০১৮
মণিরামপুরে মাছের ঘেরে দেয়া হচ্ছে পোল্ট্রি মুরগীর বিষ্ঠা, দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার শ্যামকূড় ও রতনদিয়া বিলে মাছের ঘেরে দেওয়া হচ্ছে পোল্ট্রি মুরগীর বিষ্ঠা। এতে তীব্র দুর্গন্ধে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। প্রতিদিন এলাকাবাসীর ঘুম ভাঙ্গে পোল্ট্রির বিষ্ঠার গন্ধে, আবার ঘুমাতেও যান বিষ্ঠার গন্ধ নিয়ে। এভাবেই চরম দুর্ভোগের মধ্যদিয়ে দিন পার করছে মণিরামপুরের শ্যামকুড়, রতনদিয়া, শামকুড় মাঠ পাড়ার হাজারো মানুষ। 8,972,740 total views, 4,422 views today |
|
|
|