সেপ্টেম্বর ১০, ২০১৮
মণিরামপুরে ভিজিএফ চাল জব্দের ঘটনায় তদন্ত নিয়ে গড়িমশি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের অসহায়-দরিদ্রদের প্রাপ্য ভিজিএফ এর ৩’শ ৩ বস্তা চাল বিক্রির পর উপজেলা প্রশাসন কর্তৃক জব্দ এবং একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সিলগালা করার ঘটনায় গঠিত তদন্ত কমিটি ২১ দিনেও প্রতিবেদন দাখিল করেনি। অভিযোগ উঠেছে বিক্রি যোগ্য নয়, সরকারি ওই বিপুল পরিমাণ চাল বিক্রয় ও ক্রয়ের সাথে জড়িতরা রক্ষা পেতে বিভিন্ন নেতার কাছে তদবিরসহ তদন্ত কমিটিকে ম্যানেজ করতে জোর চেষ্টা চালাচ্ছে। 8,284,056 total views, 5,697 views today |
|
|
|