মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামালসহ একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। অবৈধ মালামাল জব্দ করা হলেও গভীর রাতে দেন-দরবারে কাভার্ড ভ্যানসহ চালক, হেলপার ও গাড়ীর সাথে থাকা অপর একজনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জনের নামে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার আসামিরা হলেন- মামুন অর রশিদ ও সেলিম হোসেন।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে রাজগঞ্জ-মণিরামপুর সড়ক হয়ে জননী নামের একটি কুরিয়ার সার্ভিসের ঢাকা মেট্রো-ট-১৬-১৬৩৩ নম্বরধারী কাভার্ড ভ্যান আসছিল। সেটি সিরাজগঞ্জ হয়ে ঢাকা যাওয়ার কথা ছিলো বলে একটি সূত্র জানায়। ওই কাভার্ড ভ্যানে অবৈধ ভারতীয় মালামাল ছিল এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই আক্তারুল ইসলাম ও আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ পৌরশহরের আকরাম মোড় ওঁৎ পেতে থাকে। ওই মোড় থেকেই কাভার্ড ভ্যানটিকে থামতে সিগন্যাল দেয়া হয়। কিন্তু চালক তাতে কর্ণপাত না করে গতিবেগ বাড়িয়ে টান দেয়। এরপর পুলিশ পিছু ধাওয়া করে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর কলেজের সামনে কাভার্ড ভ্যানটি থামিয়ে থানায় নিয়ে আসে। পরে কাভার্ড ভ্যান তল্লাশি করে গাড়ি ও পানির পাম্পের মূল্যবান যন্ত্রাংশ, মেডিকেলের বই, চিকিৎসা সংক্রান্ত মূল্যবান সরঞ্জাম উদ্ধার করা হয়।
অন্য একটি সূত্র জানায়, জব্দকৃত মালামালের প্রেরক সাতক্ষীরার মামুন অর রশিদ এবং তা যাওয়ার কথা ছিলো ঢাকার পল্টনের সেলিম হোসেনের কাছে। বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ মালামাল জব্দ দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।
এদিকে, গভীর রাতে দেন-দরবারে কাভার্ড ভ্যাসহ চালক, হেলপারসহ অপরজনকে ছেড়ে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এসআই আক্তারুল ইসলাম বলেন, সহকারি পুলিশ (মণিরামপুর সার্কেল ) স্যার রাকিব হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। তিনিই সব ভাল বলতে পারবেন।
এ ব্যাপারে রাকিব হাসান বলেন, থানার সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ অবৈধ মালামাল জব্দ করে কাভার্ড ভ্যানসহ চালক, হেলপার ও অপর একজনকে কুরিয়র সার্ভিসের ম্যানেজার (যশোর) হাবিবুর রহমানের জিম্মায় ছেড়ে দেন।
মণিরামপুরে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/