মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাকীতে মোটর সাইকেল বিক্রি করে বিপাকে পড়েছেন মণিরামপুরের তাজ উদ্দীন আহমেদ বাঁধন নামে এক যুবক। টাকা ফেরত পেতে আদালতে মামলা করায় ওই যুবককে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার সাতগাতী গ্রামের আবুল কাসেম মাস্টারের ছেলে তাজ উদ্দিন আহম্মেদ বাঁধন গত ১৫/০১/২০১৭ইং তারিখে ওয়ালল্টন ১২৫ সিসি, ফিউসান মোটর সাইকেল ক্রয় করেন। সম্প্রতি আর্থিক সংকটে পড়ে মোটরসাইকেলটি ১ লক্ষ টাকা মূল্য নির্ধারণ করে সদর উপজলোর খোলাডাঙ্গা গ্রামের মো. মিলন বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ আল মামুনের নিকট বিক্রয় করেন। সে মোতাবেক ১টি ১০০ টাকার ও ১টি ৫০ টাকার নন-জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে মোটরসাইকেলটি বিক্রয়ের একটি চুক্তিনামা করা হয়। ওই সময় নগদ ৫০ হাজার টাকা প্রদান করলেও বাকী ৫০ হাজার টাকা পরবর্তী এক মাসের মধ্যে পরিশোধ করে মোটর সাইকেলের কাগজপত্রসহ বুঝে নেয়াসহ বিস্তারিত লেখাপড়া করে নিবেন বলেও মৌখিকভাবে কথা হয়। কিন্তু বাকীতে মোটরসাইকেলটি বিক্রি করতে আপত্তি জানালে আব্দুল্লাহ আল মামুনের শ্বশুর উপজেলার ফতেয়াবাদ গ্রামের আফছার মোড়লের ছেলে লুৎফর রহমানসহ কয়েকজন সাক্ষীর কথামতো সরল বিশ্বাসে মোটরসাইকেলটি প্রদান করেন বাধন। কিন্তু নির্দিষ্ট সময় পার হলে টাকা দিতে গড়িমসি করতে থাকে মামুন। এরপর মামুনের কাছে টাকা চাইতে গেলেই গালিগালাজসহ টাকা দেবেন না বলে জানিয়ে দেয়। এছাড়া পরবর্তীতে আর কখনো টাকার তাগাদা দিলে মামলা দেয়াসহ হত্যার হুমকিও প্রদান করেন বলে অভিযোগ। এরপর বাঁধন উপায়ন্ত না পেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মণিরামপুর-এর আদালতে ১২০(খ)/৪০৬/৪২০/৫০৬/১০৯ ধারায় আব্দুল্লাহ আল মামুন (৪০), পিং-মিলন বিশ্বাস, সাং-খোলাডাঙ্গা, থানা- সদর, লুৎফর রহমান (৫৫), পিং আফসার মোড়ল, সাং-ফতেয়াবাদ, সাগর হোসেন (৩৮), পিং-আকবর আলী, সাং-হোগলাডাঙ্গা, উভয় থানা-মণিরামপুরসহ পাঁচ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-সিআর ৪৮৭/১৮। মামলা দায়েরের পর আসামিরা আরও ক্ষীপ্ত হয়ে বাঁধনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে বাঁধন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু।
মণিরামপুরে বাকীতে মোটরসাইকেল বিক্রি করে বিপাকে যুবক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/