মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব-১৭) ঝাপা ইউনিয়নকে হারিয়ে দূর্বাডাঙ্গা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মণিরামপুর সরকারি (বালক) উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় দূর্বাডাঙ্গা ইউনিয়ন একাদশ ১-০ গোলের ব্যবধানে ০৯নং ঝাঁপা ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। দুর্বাডাঙ্গা ইউনিয়নের পক্ষে ৮নং জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদী হাসান জয়সূচক গোলটি করে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে।
খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হতে ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর সরদার, উপজেলা ইন্সট্রাক্টর মকবুল হোসেন, মণিরামপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা খাতুন প্রমুখ। খেলায় ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক আব্দুল আলিম ও সোহাগ হাসান লিপু। রেফারির দায়িত্ব পালন করেন হুময়ুন কবির এবং সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন বশির আহাম্মেদ, বীরেশ্বর মন্ডল ও হাবিল উদ্দীন।
মণিরামপুরে বঙ্গবন্ধু টুর্নামেন্টে দূর্বাডাঙ্গা ইউনিয়ন চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/