সেপ্টেম্বর ১০, ২০১৮
মণিরামপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: তৃণমূল থেকে খেলোয়াড় বাছাই করতে মণিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনূর্ধ্ব ১৭ বছরের খেলোয়াড়রাই কেবল এ খেলায় অংশ নিতে পারছে। উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বমোট ১৮টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। দুই ভেন্যুতে অনুষ্ঠিত খেলার উদ্বোধনী দিনে সকালে দূর্বাডাঙ্গা ইউনিয়ন একাদশ, পৌরসভা একাদশ, চালুয়াহাটি ইউনিয়ন একাদশ ও হরিহরনগর ইউনিয়ন একাদশ অংশ নেয়। বিকেলে নেহালপুর, ঢাকুরিয়া, হারদাসকাটি ও মণিরামপুর সদর ইউনিয়ন একাদশ অংশ নেয়। সকালের খেলায় দূর্বাডাঙ্গা, হরিহরনগর এবং বিকেলে ঢাকুরিয়া ও মণিরামপুর সদর ইউনিয়ন একাদশ জয় লাভ করেছে। সভাপতি আরো জানান, প্রতিদিন আটটি দল অংশ নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 8,187,028 total views, 9,389 views today |
|
|
|