সেপ্টেম্বর ২২, ২০১৮
মণিরামপুরে নৌকার পক্ষে ডা. জেসমিন আরার পথসভা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুরের কাশিমনগর ও মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় পক্ষে পথসভা করেছেন সাবেক এমপি প্রয়াত খান টিপু সুলতানের সহধর্মিনী ডা. জেসমনি আরা বেগম। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত মনোহরপুর ইউনিয়নের দাসেরহাট, কপালিয়া, কুমারঘাটা, কাছারিবাড়িতে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. জেসমনি আরা বেগম। এসব সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি কালিপদ মন্ডল, আফছার মোড়ল, আহম্মেদ আলী, জবেদ আলী। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খানপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ঢাকুরিয়া ইউপি চেয়ারম্যান দূর্গাপদ সিংহ, পৌর সভার কাউন্সিলর গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশিষ সরকার বাবু, মহিলালীগের সাবেক সভানেত্রী আমেনা বেগম, যুবলীগ নেতা মোস্তফা কামাল, পৌর সভার সাবেক কাউন্সিলর আদম আলী, বাবুল আক্তার, যুব মহিলালীগের সভাপতি জলি আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অরবিন্দু হাজরা প্রমুখ। 8,231,060 total views, 11,052 views today |
|
|
|