Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মণিরামপুরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মরহুম খান টিপু সুলতানের পত্মী ডা. জেসমিনের অনুসারী ও বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের দশ নেতা-কর্মী আহত হয়েছেন। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত দশটার দিকে উপজেলার চিনাটোলা বাজারে এ ঘটনা ঘটে। অভিযোগ, সংঘর্ষের সময় বাজারের দু’টি দোকান এবং স্বেচ্ছাসেবক লীগের অফিসে হামলা চালিয়ে আসবাপত্র ভাঙচুরসহ লুটপাট করা হয়। ভাঙচুর করা হয় স্বেচ্ছাসেবক লীগ অফিসে টানানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। একপক্ষ থানায় মামলা করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে প্রথমে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল ও জাকির হোসেন নামে দুইজনের মধ্যে মারপিট শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের নেতাকর্মীরা ওই রাতেই বাজারে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমান, জাকির হোসেন, রাসেল হোসেন, হোসাইন আহমেদ, রবিউল ইসলাম, মিলন হোসেনসহ উভয় গ্রুপের দশ নেতাকর্মী আহত হন। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন অভিযোগ করেন, সংঘর্ষের সময় বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য্য গ্রুপের নেতা শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামানের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমানের পোল্ট্রি ফিডের দোকানে হামলা ভাঙচুরের পর লুটপাট করে। এ ছাড়া তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগ অফিসে হামলা করে আসবাবপত্র এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তবে এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মনিরুজ্জামান মনি দাবি করেন, চায়ের দোকানি জাকির হোসেন রাসেলের পায়ে গরম পানি ঢেলে দেন। তখন ওই দুই জনের মধ্যে হাতাহাতি হয়। পরে খবর ছড়িয়ে পড়লে মারামারির ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন মণিরামপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে মারামারির ঘটনায় রাসেল বাদী হয়ে রাতেই থানায় মামলা করলে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিজানুর রহমান এবং বিল্লাল হোসেনকে হাসপাতাল থেকে আটক করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version