Site icon suprovatsatkhira.com

মণিরামপুরে আওয়ামী লীগের আঞ্চলিক অফিসে দুর্বৃত্তদের আগুন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে আওয়ামী লীগের আঞ্চলিক অফিসে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাটুয়াডাঙ্গা বাজারে অবস্থিত আওয়ামী লীগের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে। এসময় বাজারের নৈশ প্রহরীরা টের পেয়ে আগুন নিভালেও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন ভস্মিভুতসহ অফিসের আংশিক পুড়ে যায়। খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে পেট্রোল বহনের বোতল উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে এলাকা উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি’র দলীয় প্রার্থী ছাড়াও আওয়ামী লীগের ও বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীসহ জাতীয়পার্টির এক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ সরকার জানান, শনিবার গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এ সময় দুর্বৃত্তদের দেয়া আগুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন ভস্মিভুত হয়।
বাজারের নৈশ প্রহরী শওকত হোসেন ও ইউসুফ আলী জানান, ওই রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন অপরিচিত ব্যক্তি অফিসের সামনে দাঁড়িয়ে চলে যাবার সাথে সাথে আগুন জ্বলে ওঠে। এসময় তারা চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে।
চেয়ারম্যান প্রার্থী গাজী মাযহারুল আনোয়ারের দাবি, নির্বাচনে তার প্রতিপক্ষ ভোটারদের মাঝে ভীতি ধরাতে এ ঘটনা ঘটিয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version