সেপ্টেম্বর ৩০, ২০১৮
মণিরামপুরে আওয়ামী লীগের আঞ্চলিক অফিসে দুর্বৃত্তদের আগুন
![]() মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে আওয়ামী লীগের আঞ্চলিক অফিসে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খাটুয়াডাঙ্গা বাজারে অবস্থিত আওয়ামী লীগের আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে। এসময় বাজারের নৈশ প্রহরীরা টের পেয়ে আগুন নিভালেও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফেস্টুন ভস্মিভুতসহ অফিসের আংশিক পুড়ে যায়। খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে পেট্রোল বহনের বোতল উদ্ধার করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। 9,105,320 total views, 9,459 views today |
|
|
|