মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের শ্যামকুড়ে সম্প্রীতির সমাজ গড়ি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে শ্যামকুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনা করেন ব্র্যাকের সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আশরাফুল ইসলাম, সেক্টর স্পেশালিস্ট জয়নব খাতুন, ফিল্ড অর্গানাইজার মাহফুজা খাতুন, খলিলুর রহমান, ইউপি সদস্য ফারুক হোসেন, রোমেনা বেগম, বাবর আলী প্রমুখ।
6,558,366 total views, 388 views today