মণিরামপুর (যশোর) প্রতিনিধি: আগামী ৩ অক্টোবর মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এ নির্বাচন নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, দূর্বাডাঙ্গা ইউপি’র আসন্ন উপ-নির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন গাজী মাযাহারুল আনোয়ার, বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলতাফ হোসেন এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন মিজানুর রহমান। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা হাসান সরোয়ার ও বিএনপি নেতা আব্দুল ওহাব। ইতোমধ্যে ইউনিয়নব্যাপী বেশ জোরে সোরে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রত্যেক প্রার্থী জয়ের লক্ষ্যে তাদের কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের প্রতিটি গ্রাম-মহল্লা, হাট-বাজারে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা।
মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউপি’র উপ-নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/