সেপ্টেম্বর ৫, ২০১৮
মণিরামপুরের দুর্বাডাঙ্গা ইউপি’র উপ-নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেতে মরিয়া ১১ প্রার্থী
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মরিয়া ১১ প্রার্থী। ইতোমধ্যে তারা দলীয় মনোনয়ন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, স্থানীয় আ’লীগ নেতা মদন রাহা, মাসুদুর রহমান মিন্টু, শামিন আক্তার, আবুল হোসেন মৃধা, মেম্বার সেলিম আক্তার, মুজিবুর রহমান, আলমগীর হোসেন, ডা. আতিয়ার রহমান, হাসান সরোয়ার, গাজী মাজহারুল আনোয়ার ও মাসুদ পারভেজ। উপজেলা আ’লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশী ১১জনকে নিয়ে উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ একটি বৈঠক করেছেন। ওই বৈঠকে সকল মনোনয়ন প্রত্যাশী দল যাকে মনোনয়ন দেবে সেই প্রার্থীর বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করবেন বলে ঐক্যমতে পৌঁছেছেন। উল্লেখ্য, আগামী ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। তাই সে পর্যন্ত দলীয় মনোনয়ন পাবার অপেক্ষায় আছেন দুর্বাডাঙ্গা ইউনিয়নের মনোয়ন প্রত্যাশী ১১ জন আ’লীগ নেতা। 8,413,102 total views, 1,255 views today |
|
|
|