Site icon suprovatsatkhira.com

ভেড়া পালন দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালন করবে: প্রাণিসম্পদ মন্ত্রী

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ‘প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ভেড়া পালনের গুরুত্ব অনেক। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী প্রত্যেক উপজেলায় সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে। ভেড়া পালনে জনগণের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে ভেড়ার উৎপাদন বৃদ্ধি করতে হবে। ভেড়া পালন আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সহায়ক ভুমিকা পালন করবে।’
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া বাজারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ভেড়ার মাংস বিক্রয় কেন্দ্র ও মাংস বিক্রেতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক কল্যাণ কুমার ফৌজদার, সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান, ডিএলও যশোর ডা. ভবতোষ কান্তি রায়, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. অরুণ কান্তি মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, ডুমুরিয়া বাজার কমিটির সভাপতি ডা. গৌর কিশোর রায়, সাধারণ সম্পাদক মো. আবুবক্কর, মাংস বিক্রেতা মো. হারুন অর রশিদ, মো. নুর ইসলাম শেখ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. অরুণ কান্তি মন্ডল।
অনুষ্ঠান শেষে মাংস বিক্রেতাদের মাঝে ডিজিটাল ওয়েট মেশিন বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version