সেপ্টেম্বর ১, ২০১৮
ভেটখালীতে ওয়াপদার রাস্তায় ভাঙন, শংকায় ৩ ইউনিয়নের মানুষ
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মরহুম চেয়ারম্যান শেখ আলমগীর হায়দার ও শেখ বাড়ী জামে মসজিদ এতিমখানার সামনে ওয়াপদার রাস্তাটি ভাঙণের কবলে পড়েছে। এতে যে কোন মুহূর্তে রাস্তাটি ভেঙে রমজাননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ইউনিয়ন প্লাবিত হওয়ার শংকায় রয়েছে মানুষ। ইউনিয়নবাসীর দাবি, বড় ধরণের দুর্ঘটনা ঘটার আগেই দ্রæত রাস্তাটি সংস্কার করা হোক। 8,987,182 total views, 4,355 views today |
|
|
|