Site icon suprovatsatkhira.com

ভূমিহীন নেতা আব্দুর রহিমের স্মরণসভা

ডেস্ক রিপোর্ট: বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ভূমিহীন নেতা অ্যাডভোকেট আব্দুর রহিমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এ উপলক্ষ্যে জেলা নাগরিক কমিটি স্মরণসভা আয়োজন করে।
কমিটির আহবায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জাসদ নেতা মো. সরদার কাজেম আলী, আনোয়ার জাহিদ তপন, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, মো.আবুল হোসেন, সুধাংশু সরকার, অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু ও ভূমিহীন নেতা ওহাব আলী সরদার।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলার ভূমিহীন ও নাগরিক আন্দোলনের প্রতীক পুরুষ ভাষা সৈনিক অ্যাডভোকেট আব্দুর রহিম একাধারে শিক্ষক, রাজনীতিবিদ, আইনজীবী ও শ্রমজীবী মানুষের আপোষহীন নেতা ছিলেন। তাকে অনুকরণ করা উচিত।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version