সেপ্টেম্বর ১, ২০১৮
ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা জানানোর সৃজনশীল মাধ্যম বিতর্ক আরিফুল ইসলাম রোহিত
বিতর্ক মূলত কথার নান্দনিক উপস্থাপন। আর সেই কথা বলতে পারা- এটা মানুষের এক বিরাট ক্ষমতা। কিন্তু ক্ষমতা যদি যথাযথ ব্যবহার না করা হয় তবে সেই ক্ষমতার কি মূল্য থাকে? মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে শুধু এই কথার মাধ্যমে। প্রাচীনকালে কারও সাথে কথা বলার প্রয়োজন ছিল না। কারও কাছে কোন দরকার ছিল না। কোথাও কোন নেতৃত্ব দেওয়ার প্রয়োজন তো ছিলই না। যে কারণে কথা বলাটা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু একসময় সামাজিক জীব হিসেবে মানুষের আত্মপ্রকাশ ঘটেছে। সমাজে ভালো-মন্দ বিষয় নিয়ে তার চলাফেরা করার অভ্যাস গড়ে উঠেছে। কারণে-অকারণে সে নিত্যদিন কথা বলছে। বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। বাদ-প্রতিবাদে জড়িয়ে পড়ছে। কিন্তু তার যে ক্ষমতা তার কি যথাযথ ব্যবহার করা হচ্ছে? বিতর্ক মানুষকে সেই ক্ষমতার যথাযথ ব্যবহার করতে শিখিয়েছে। বিতর্ক হলো সৃজনশীলতার মাধ্যমে কথার উপস্থাপন। বিতর্কে থাকে যে কোন বিষয়ের চুলচেরা বিশ্লেষণ। থাকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধ। আর যুক্তি-তর্ক বিশ্লেষণে সৃজনশীল এই শিল্পকে ‘বিতর্কশাস্ত্র’ বলা হয়। .. লেখক: সাব-এডিটর, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা ও বিতার্কিক, সাতক্ষীরা সরকারি কলেজ 8,412,675 total views, 828 views today |
|
|
|