ফুটবে কি ফুল,
এই তপ্ত বালুময় ভূমিতে?
আছে সেথায় শীতল পরশ ?
প্রেম, ভালোবাসা, মমতায় সিক্ত।
ফুটেছিল সেদিন-
যেদিন তোমার স্পর্শ লেগেছিল।
বয়েছিল নির্মল হাওয়া,
জন্মেছিল নতুন প্রাণের স্পন্দন।
বেজেছিল কোকিলের সুরলাহরী
সুমধুর ঐক্যতান।
সেদিন আকাশে জেগেছিল তারকারাজি,
সপ্তসুর, নক্ষত্রম-লী।
উড়ছিল শতশত মেঘের দল,
এক নদী বৃষ্টির আশায়।
আজ আমি বড় একা
এই মরু প্রান্তরের মাঝে।
এক বুক বেধে বসে আছি
এক ফোঁটা বৃষ্টির আশায়।
তবুও, আর মেঘ করে না।
দাওনা, দু’ফোঁটা অশ্রু এই তপ্ত ভূমিতে-
যেখানে তৈরি হবে নদী,
কলকল করে বয়ে চলবে নিরবধি;
আবার ভাসাব আমার প্রেমের তরী
ভালোবাসার ¯্রােতে বেয়ে যাবো,
তোমার হৃদয়ের মোহনায়।
……………………….
https://www.facebook.com/dailysuprovatsatkhira/