Site icon suprovatsatkhira.com

ভারত সফরে গেলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ৮ সদস্যের প্রতিনিধি দল

ডেস্ক রিপোর্ট: ভারত সফরে গেলেন সাতক্ষীরা প্রেসক্লাবের ৮ সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তারা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ত্যাগ করেন। সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করতে এ সফরের আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারীর নেতৃত্বে দার্জলিংসহ ভারতের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক আহসানূর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী ও আমিনুর রশীদ।
এর আগে সাতক্ষীরা প্রেসক্লাব থেকে তাদেরকে বিদায় জানান প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, রুহুল কুদ্দুস, দেশ টিভির শরীফল্লাহ কায়সার সুমন, ডিবিসি নিউজের এম জিললুর রহমান, সমাজের কাগজের আমিরুজ্জামান বাবু প্রমুখ। আগামী ৩ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version