Site icon suprovatsatkhira.com

ভারতে পাচার হয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরল দু’ভাই

শার্শা (বেনাপোল) প্রতিনিধি: অবৈধ পথে ভারতে পাচার হয়ে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন সিলেটের দুই সহোদর।
ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার এই দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা দুই সহোদর হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের সোহরাব আলীর ছেলে সবুজ আলম (৩৮) ও ফারুক আলম (৩৬)।
ফেরত আসা সবুজ আলম বলেন, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে তারা তিন বছর আগে সিলেট সীমান্ত দিয়ে ভারতের বিহার প্রদেশে গিয়েছিল। সেখানে যাওয়ার পর তাদের সে দেশের পুলিশ আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের সাজা দিয়ে পাটনা জেল হাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে আমাদের আজ ফেরত নিয়ে আসা হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভারতের জেলখানায় সাজা শেষে দুই ভাইকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই মতিয়ার রহমান বলেন, ফেরত আসা যুবকদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version