Site icon suprovatsatkhira.com

ব্রেন টিউমারে আক্রান্ত ইব্রাহিম বাঁচতে চায়

ডেস্ক রিপোর্ট: ব্রেন টিউমারে আক্রান্ত সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের দিনমজুর মো. ইব্রাহিম খলিল বাঁচতে চায়। সবকিছু বিক্রি করে চিকিৎসা করতে যেয়ে নিঃস্ব ইব্রাহিম এখন বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছে তার পরিবার।
ইব্রাহিমের বাবা মো. সাইফুল্লাহ জানান, আমার এক ছেলে ও এক মেয়ে। আমার ছেলে ইব্রাহিম বিগত চার-পাঁচ বছর ধরে ব্রেন টিউমারের আক্রান্ত। কিন্তু আমরা প্রথমে বুঝতে পারিনি। গত রমজানে তার এই রোগের বিষয়ে আমরা নিশ্চিত হই। আর তারপর থেকে সহায়-সম্বল বিক্রি করে তার চিকিৎসা করেছি। তার চিকিৎসার জন্য ভারতের বেঙ্গলুরের শাহী বাবা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। তারা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজনের কথা বলেছেন। কিন্তু এতো টাকা এখন আর আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব না। সে এখন বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে শহরের একটি স্টিলের দোকানে কাজ করতো, আর তা দিয়েই আমাদের সংসার চলতো। কিন্তু তার এই অবস্থার কারণে আমাদের সংসারটাও অচল হয়ে পড়েছে।
সমাজের বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেছেন তিনি। ইব্রাহিমকে সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ-০১৭৩৮১৭৬৫১৫ এবং জনতা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর- ০১০০১৩৯৬৮১১৭১।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version