ব্রহ্মরাজপুর প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও প্রশাসনের কাছে ভুয়া অভিযোগ দিয়ে সদর উপজেলার ব্রহ্মরাজপুরে একটি পরিবারকে হয়রানি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিডিএফ প্রেসকøাবে এসে এই অভিযোগ করেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত শশাংকর ব্যানার্জীর ছেলে অরুন ব্যানার্জী।
অরুন ব্যানার্জী জানান, তার পরিবার তাদের শত বছরের পুরনো পৈত্রিক ভিটায় বসবাস করছেন। কিন্তু ২০১৪ সাল থেকে সাতক্ষীরা উত্তর কাটিয়া গ্রামের হাজী আব্দুর রউফের স্ত্রী লতিফা বেগম ও ছেলে আয়াতুল্লাহ মুজাহিদ দাবি করে আসছে এটা তাদের ক্রয়কৃত সম্পত্তি। অথচ তারা এই জমির কোন বৈধ কাগজপত্র না দেখিয়ে কয়েকবার এলাকার একটি কুচক্রী মহলের সহযোগিতায় জমির দখল নিতে গিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে এ নিয়ে লতিফা বেগম ও ছেলে আয়াতুল্লাহ মুজাহিদ অতিরিক্তি ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়েরের মাধ্যমে হয়রানি শুরু করে। শুধু তাই নয় তাদের যোগসাজসে সাতক্ষীরার ডিবি কার্যালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অরুন ব্যানার্জীকে একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী বানিয়ে ভুয়া নামে একাধিক অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অরুন ব্যানার্জী আরো বলেন, আমি ও আমার ভাই বরুণ ব্যানার্জী পুরোহিতের কাজ করি। পূজা-অর্চনার মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে অতি কষ্টে সংসার জীবন নির্বাহ করি। অথচ লতিফা বেগম ও তার ছেলে আয়াতুল্লাহ মুজাহিদের ষড়যন্ত্রে হয়রানি হয়ে সর্বশান্ত হতে চলেছে আমার পরিবার। তাছাড়া এখনো আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের জন্য ষড়যন্ত্র ও হয়রানির চেষ্টা অব্যাহত রেখেছে।
এ ব্যাপারে তারা হয়রানি ও ষড়যন্ত্র বন্ধে সাতক্ষীরার পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
ব্রহ্মরাজপুরে একটি পরিবারকে হয়রানি ও উচ্ছেদের ষড়যন্ত্রের অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/