ডেস্ক রিপোর্ট: বজ্রপাত রোধে বেতনা নদীর পাড়ে তালের বীজ রোপণ করেছে কলেজ পড়–য়া এক দল তরুণ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদরের মাছখোলা বাজার সংলগ্ন বেতনা নদীর বেড়িবাধে এই তাল বীজ রোপণ করা হয়। তাল বীজ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সাব এডিটর গাজী আসাদ, তরুণ স্বেচ্ছাসেবক সুব্রত হালদার শুভ, মুশফিক শাহরিয়ার, মরিয়ম খাতুন, আব্দুর রহিম, গাজী শাহরিয়ার সোহাগ, সীমান্ত মন্ডল, প্রদীপ মিত্র, মেহেদী হাসান, মো. আনারুল ইসলাম, মো. ইকবাল হোসেন, কর্ণ বিশ্বাস, ইমরুল হাসান, শেখ হাবিব প্রমুখ। এসময় তরুণ এ স্বেচ্ছাসেবকরা বেতনা নদীর পাড়ে ২০০ তালের বীজ রোপণ করে।
9,105,191 total views, 9,330 views today