সেপ্টেম্বর ১৭, ২০১৮
বুড়িগোয়ালিনী পোড়াকাটলা কমিনিউটি ক্লিনিকে ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্য সেবা!
স.ম ওসমান গণী, বুড়িগোয়ালিনী: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা কমিনিউটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা পেয়ে আসছে সুন্দরবন উপকূলীয় মানুষ। পোড়াকাটলা, ভামিয়া, দুর্গাবাটী, দাতিনাখালী, নীলডুমুরের জনসাধারণের স্বাস্থ্যসেবার একমাত্র প্রতিষ্ঠান পোড়াকাটলা কমিউনিটি ক্লিনিক। কিন্তু সংস্কারের অভাবে পোড়াকাটলা কমিনিউটি ক্লিনিকের বেহাল দশার সৃষ্টি হয়েছে। ক্লিনিকের ল্যাট্রিন, ভবনের জানালা, দরজা, টিউবওয়েলসহ ছাদ দুর্বল হয়ে পড়েছে। ক্লিনিকের এই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত স্বাস্থ্য সেবা দিচ্ছে স্বাস্থ্য কর্মীরা। এলাকাবাসীর দাবি, দ্রুত ক্লিনিকটি সংস্কার করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হোক। 8,769,720 total views, 1,443 views today |
|
|
|