Site icon suprovatsatkhira.com

বুড়িগোয়ালিনীতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময়

স.ম ওসমান গনী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসরকারি সংস্থা ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মÐলের সভাপতিত্বে সভায় বক্তারা মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়, পারিবারিক সহিংসতা, বিয়ে রেজিস্ট্রেশন, তালাক ও জন্ম-মৃত্যু, অধিকার ও সম্পদে সকলের প্রবেশগম্যতা, মানবাধিকার লংঘিত হওয়ার ঘটনা, বিরোধে ভূমিকা ও ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
ব্র্যাকের এলসিএল ফ্যাসিলিটেটর মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিষদের সচিব মো. রিয়াজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জি.এম আ. রউফ, ব্র্যাকের এইআরএলএস অফিসার মোছা. নার্গিস সুলতানা, ইউপি সদস্য মলিনা রাণী রপ্তান, লক্ষী রাণী শীল, ইউপি সদস্য স্বপন কুমার হালদার, গাজী গোলাম মোস্তফা, কৃষ্ণপদ মÐল, স্বপন কুমার গাঁতিদার, বীর মুক্তিযোদ্ধা ডা. নিরাপদ, বেসিক ফুটবল একাডেমির প্রশিক্ষক মাসুম বিল্লাহ, রথীন্দ্র নাথ মÐল প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version