বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীর কলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক পঙ্কজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জি.এম আব্দুর রউফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে সেরা দেশে পরিণত হবে। সেই লক্ষ্য নিয়েই উন্নত দেশের পথে এখন বাংলাদেশ। তিনি আরো বলেন, শ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, মিড ডে মিল কার্যক্রম সফল এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই মা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে ছফেদ আলী মোল্লা, আনোয়ারুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলিমুজ্জামান আলিমসহ অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বেলাল হোসেন।
বুড়িগোয়ালিনীতে অভিভাবক সমাবেশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/