বুধহাটা প্রতিনিধি: আশাশুনির বুধহাটা বাজারের ফুটপাত দখল করে যত্রতত্র ভ্রাম্যমাণ দোকান বসানোয় সড়ক সংকোচিত হয়ে পড়েছে। সড়কের পাশের দোকানে প্রতিনিয়ত মালামাল ওঠানামা করায় যানজট সৃষ্টি হচ্চে। এতে ক্রেতা ও পথচারীদের ভোগান্তি দিনদিন বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধহাটা বাজারের খেয়াঘাট সড়কের দু’পাশের ফুটপাতে তোফায়েল হোসেন, আরশাদ আলী, শাহজান আলী, বিল্লাল হোসেনসহ আরও অনেকে দোকান পাতিয়ে ব্যবসা করছে। এতে এক দিকে যেমন সড়কে চলাচল করা মানুষের ভোগান্তি বাড়ছে তেমনি স্থানীয় ব্যবসায়ীদেরও সমস্যা সৃষ্টি হচ্ছে।
এর আগে স্থানীয় দোকানীরা তাদেরকে ফুটপাত থেকে দোকান সরিয়ে নিতে বললে তারা বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের মৌখিক অনুমতি নিয়ে পুনরায় দোকান বসিয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অস্বীকার করেন বুধহাটা ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোস্তফা মনিরুজ্জামান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, বাজারের মধ্যে কলা বা মিষ্টি বিক্রয়ের জন্য চাঁদনি থাকলেও তারা সেখানে না বসে ফুটপাত দখল করে জনগণের চলাচলে ভোগান্তি সৃষ্টি করছে।
বিভিন্ন কোম্পানির পণ্যবাহী যানবাহন আসলে ফুটপাতগুলো দখল হওয়ার কারণে সড়কের উপরেই দাড়িয়ে তাদের পাইকারি দোকানে পণ্য সরবরাহ করতে হয়। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট প্রত্যেকে অসন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ীরা বাজারের ফুটপাতগুলো উন্মুক্ত করে ভ্রাম্যমাণ দোকানীদের সংশ্লিষ্ট চাঁদনীতে বসার ব্যবস্থা করতে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
বুধহাটা বাজারে ফুটপাত দখল করে যত্রতত্র দোকান বসানোয় যানজট!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/