Site icon suprovatsatkhira.com

বুধহাটায় ভ্রাম্যমাণ আদালতে দুইজনের জরিমানা

বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির বুধহাটায় দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বুধহাটা বলফিল্ড এলাকার ফজর আলীর মেয়ে রহিমা বেগম (৫৫) কে আটক করে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টম অধিদপ্তর।
একই দিন বুধহাটা বাজারের সরদার হার্ডওয়ার থেকে অনুমোদিত সাত লিটার ডেনুরেড স্পিরিট উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফ্ফারা তাসনিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রহিমা বেগমকে দুই হাজার টাকা ও অনুুমোদিত ডেনুরেড স্পিরিট বিক্রির দায়ে সরদার হার্ডওয়ারের সত্ত্বাধিকারী মনিরুল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন। এসময় উদ্ধারকৃত মাদকদ্রব্য স্থানীয় জনসাধারণের সম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শেখ হাসেম আলী, লাকীয়া খানম, কাস্টম ইন্সপেক্টর সাইফুল আলম, আশাশুনি থানা পুলিশের এসআই ফেরদৌস হোসেন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version