Site icon suprovatsatkhira.com

বিষ্ণুপুরে ৩ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই সবুজ সংঘের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় চাঁচাই ফুটবল মাঠে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কৃষি কর্মকর্তা জিএম শফিউল্লাহ, প্যানেল চেয়ারম্যান শেখ সিদ্দিকুর রহমান, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল আরা সজল প্রমুখ।
বৃক্ষমেলায় নানা প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের চারা নিয়ে ১৭টি স্টল বসেছে। এছাড়া আজ রোববার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version