সেপ্টেম্বর ৬, ২০১৮
বিলুপ্তির পথে বাবুই পাখি
সরদার কালাম, খোরদো (কলারোয়া): বাবুই পাখি হারিয়ে গেছে এমনটা বললে বেশি অত্যুক্তি হবে না। কারণ বেশ কয়েক বছর আগেও গ্রামের পথের ধারে তাল গাছে বাসা বাঁধতো বাবুই পাখি। দৃষ্টি নন্দন এই পাখির বাসা দেখেও যেন মনে শান্তি মিলতো। কিন্তু এখন মাইলের পরে মাইল ঘুরেও দেখা মিলবে না কোন পাখির বাসা। 8,412,672 total views, 825 views today |
|
|
|