Site icon suprovatsatkhira.com

বিনিময় চুক্তির দলিল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

ডেস্ক রিপোর্ট: বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে তৎকালিন পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) চলে আসা বিনিময় দলিল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে তালা উপজেলার তৈলকুপি গ্রামের মোসলেম মোড়ল সংবাদ সম্মেলন করে এ দাবি জানান। এ সময় তার সাথে তার স্ত্রী ও শ্যালক উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মোসলেম মোড়ল বলেন, ১৯৬৪ সালে আমার বাবা পাতুয়ার রহমান ভারতের ছোট মির্জাপুর গ্রাম থেকে বিনিময় চুক্তির মাধ্যমে তৎকালিন পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) চলে আসেন। এর পর থেকে আমাদের নামের প্রাপ্য জমির দলিলসহ অন্যান্য কাগজপত্র হাতে পাইনি আমরা।
তিনি আরো জানান, তারা তিন শরিক পতুয়ার মোড়ল, ওয়াজেদ মোড়ল ও নেহালউদ্দিন। তাদের মধ্যে ওয়াজেদ মোড়ল মারা যাবার পর তার ছেলে আবুল হোসেনের জামাতা সিরাজুল ইসলাম মন্টু বিনিময় চুক্তির কাগজপত্র রেখে দিয়েছে। তিনি জানান, আমরা মাত্র আট বিঘা ৪ শতক জমি পেয়েছি। কাগজপত্র না পাওয়ায় বাকি জমি পাচ্ছি না। তিনি বলেন, পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের নরেন্দ্র ও রামপদর বাড়িতে তারা বিনিময় করে আসেন। ভারতে তাদেরকে পাওনা সব জমি দেওয়া হলেও এখানে বিনিময়ে সে পরিমান জমি দখলে পাননি তারা। এই কাগজপত্র নিয়ে মোট আট দফা সালিশ হয়েছে। এমনকি চেয়ারম্যান একই কারণে তাকে গলাধাক্কা দিয়েছেন। এ নিয়ে তালার ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে। তাতেও লাভ হয়নি। মোসলেম তার বিনিময় দালিলিক কাগজপত্র ফেরত চান।
এ ব্যাপারে তিনি পুলিশ ও প্রশাসনের সহায়তা চেয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version