বাঁশদহা প্রতিনিধি: সদর উপজেলার বাঁশদহায় একটি পরিবার ও মসজিদের পথ বন্ধ করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য জিয়াউর রহমান জানান, জমাজমি সংক্রান্ত গোলোযোগ থাকায় এলাকার আব্দুল আজিজ তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। সেই মামলায় হেরে গিয়ে প্রতিহিংসায় রাস্তা বন্ধ করে দিয়েছে। জিয়াউর রহমান বলেন, গত ৪ সেপ্টেম্বর তার বড় ভাবির অসুস্থতার কারণে সাতক্ষীরায় ক্লিনিকে নিয়ে যায়। তাদের বাড়ির সদস্যরা সাতক্ষীরা যাওয়ার পরে বাড়িতে ও মসজিদে চলাচলে প্রবেশ পথে পাকা প্লিয়ার পুতে পথ বন্ধ করে দেয়।
তিনি বলেন, বিষয়টি সমাধানের জন্য মেম্বর, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ইউনিয়নের চেয়ারম্যানকে বলেলেও তারা এ বিষয়ে ইসমাইলের সাথে কথা বলে কোন সমাধান দিতে পারেনি।
এ ব্যাপারে তিনি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রসাশক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।