Site icon suprovatsatkhira.com

বল্লীতে প্রীতি ফুটবল ম্যাচে অবিবাহিত দলের জয়

এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লীতে প্রীতি ফুটবল ম্যাচে বিবাহিত দলের বিপক্ষে অবিবাহিত দল জয়লাভ করেছে।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বিকালে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে নব প্রজন্ম সংস্থা’র সহযোগিতায় ‘মাদককে না বলুন, খেলাধূলাকে হ্যাঁ বলুন’ স্লোগানকে সামনে রেখে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ ম্যাচে অংশগ্রহণ করে আমতলা দক্ষিণ পূর্বপাড়ার অবিবাহিত একাদশ এবং বিবাহিত একাদশ।
খেলায় গোলশূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে। খেলার দ্বিতীয়ার্ধে অবিবাহিত একাদশ পুরো মাঠ দখল করেও গোল শূন্য থাকতে হয়ে। অবশেষে অতিরিক্ত সময়ে অবিবাহিত একাদশের ফরোয়ার্ড রাজ্জাক সেন্টার থেকে সরাসরি গোলে শর্ট করে বিবাহিত একাদশের গোল রক্ষককে ভেদ করে বল জালে জড়িয়ে দেয়। এতে অবিবাহিত একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। পরবর্তীতে খেলার তিন মিনিট আগে অবিবাহিত একাদশের স্ট্রাইকার লিটন দারুণ সুযোগ পেয়ে গোল রক্ষককে ফাঁকি দিয়ে তার দলকে ২-০ গোলে এগিয়ে নেয়। খেলা শেষে বিবাহিত একাদশ ২-০ গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. সালাউদ্দীন এবং ধারাভাষ্যের দায়িত্ব পালন করেন মো. মেহেদী হাসান।
খেলায় উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ‘নব প্রজন্ম সংস্থার’ পরিচালক মো. মোহাব্বত আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন জয়েন্ট টাইলস এর প্রোপাইটার মো. সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইব্রাহীম মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক মো. আলমগীর হোসেন এবং বল্লী ইউপি সদস্য মো. এরাদ আলী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version