কলারোয়া প্রতিনিধি: উৎসবমূখর পরিবেশে কলারোয়াা রিপোর্টার্স ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৯২ সালের ৬ সেপ্টেম্বর কলারোয়া রিপোর্টার্স ক্লাব প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় কলারোয়া রিপোর্টাস ক্লাবে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে বক্তব্য রাখেন কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মারুফ আহম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা হোসেন বাবলু, আরিফুল হক চৌধুরী, গোলাম রসুল, ফারুক হোসেন, আয়ুব হোসেন, মোজাফ্ফর হোসেন পলাশ, মোজাহিদুল ইসলাম, তাজউদ্দীন রিপন, মিল্টন কবীর, মাও. ফারুক হোসেন, এম এ সাজেদ প্রমুখ। অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএম জাকির হোসেন ও এমএ আজিজ।
বর্ণাঢ্য আয়োজনে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/