ডেস্ক রিপোর্ট: ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে- এমন আশংকা থেকে স্থানীয় মুসুল্লীদের বাধার মুখে সাতক্ষীরায় বন্ধ হয়ে গেল চিত্রনায়ক সাইমন ও হার্টথ্রুব নায়িকা মাহি অভিনীত ‘জান্নাত’ ছবির শো। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শহরের সঙ্গীতা সিনেমা হলে জান্নাত’র শো চলার কথা ছিল।
এ ব্যাপারে সঙ্গীতা সিনেমা হলের মালিক আব্দুল হক জানান, ছবিটি ঈদের সময় চলার কথা ছিল। কিন্তু পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বর থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। সে অনুযায়ী প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসনের অনুরোধে ছবিটির শো বন্ধ করা হয়েছে। এতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এখন ‘জান্নাত’র স্থলে ‘সুলতান’ সিনেমা চালানো হচ্ছে।
পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, স্থানীয় কয়েকটি মসজিদের ইমাম ও মুসুল্লীরা ছবিটির নাম ‘জান্নাত’ নিয়ে আপত্তি তুলে পবিত্র নামের ছবিতে অশ্লীল কিছু থাকলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে অভিযোগ করেছিল। এজন্য স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সঙ্গীতা সিনেমা হলের মালিককে সিনেমাটা না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।