শ্যামনগর প্রতিনিধি: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে শ্যামনগর সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় উপজেলার নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর সদর ইউনিয়ন ও রমজাননগর ইউনিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচে শ্যামনগর সদর ইউনিয়ন ৫-০ গোলে রমজাননগরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্যামনগরের পক্ষে একটি করে গোল করেন মেহেদি, নাল্টু তরিকুল ও দুটি গোল করেন সাইফুল।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, রমজাননগর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মামুন, নকিপুর সরকারি এইচ.সি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নওয়াবেঁকি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, কাঁঠাল বাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, শ্যামনগর সদর ইউনিয়নের টিম ম্যানেজার রোকন উদ্দিন বাবু ও কোচ ঝন্টু, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবীর, তইবুর রহমান বাবলু, মিজানুর রহমান ও রিয়াদ আরফিন। ধারাভাষ্যকার ছিলেন নব কুমার। ম্যাচ সেরা খেলোয়াড় হন শ্যামনগর সদর ইউনিয়নের সাইফুল ইসলাম এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন মো. হাবিবুর রহমান।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বঙ্গবন্ধু টুর্নামেন্টে শ্যামনগর সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/