দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে দেবহাটা সদর ইউপি একাদশ। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দেবহাটা সরকারি পাইলট হাই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই খেলা অনুষ্ঠিত হয়।
সখিপুর ইউপি একাদশ ও দেবহাটা সদর ইউপি একাদশের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে দেবহাটা ইউনিয়ন একাদশ ১-০ গোলে সখিপুর একাদশকে পরাজিত করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে বিজয়ী দলের কর্মকর্তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আফসার আলী মাস্টার, উপজেলা মৎস্য অফিসার বদরুজ্জামান, কৃষি অফিসার জসিম উদ্দীন, প্রাণী সম্পদ অফিসার বিষ্ণু পদ বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাবেক উপজেলা ছাত্রলীগের সম্পাদক সাইফুল ইসলাম, সরকারি মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান, দেবহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, সখিপুর ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস, মোখলেছুর রহমান, আব্দুল করিম, হাফিজুর রহমান, নির্মল কুমার ম-লসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বঙ্গবন্ধু টুর্নামেন্টে দেবহাটা সদর ইউপির জয়
https://www.facebook.com/dailysuprovatsatkhira/