Site icon suprovatsatkhira.com

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তারালী ও নলতা ইউনিয়নের জয়

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ দিনের খেলায় জয়ী হয়েছে তারালী ও নলতা ইউনিয়ন ফুটবল একাদশ।
সোমবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় তারালী ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে চাম্পাফুল ইউনিয়নকে পরাজিত করে। নলতা ইউনিয়ন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় খেলা গোলশূণ্য ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে নলতা ইউনিয়ন ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়।
খেলা উদ্বোধন করেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এবং উপজেলা ক্রীড়া সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু। খেলা পরিচালনা করেন তাপস সরকার, সুকুমার দাশ বাচ্চু, সেলিম ও সোহাগ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version