নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের ১৫ বছর বয়সী আল-আমিন নিখোঁজ হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার পর থেকে আল-আমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে উপজেলার বংশিপুর গ্রামের মো. আব্দুল বারীর ছেলে। আল-আমিনের পিতা পেশায় একজন ইঞ্জিনভ্যান চালক।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার পর থেকে সে নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরণে লুঙ্গি ও গায়ে আকাশি রঙের একটি গেঞ্জি ছিল। বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁিজর পরও আল-আমিনকে পাওয়া যাচ্ছে না। কেউ আল-আমিনের সন্ধান পেলে ০১৯৩৬-০৪৫৭৩২, ০১৯২৬-৩১৭৬৬০, ০১৭৪৬-৪৮৩৬৯৭ নম্বরের মোবাইলে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/