Site icon suprovatsatkhira.com

ফেনসিডিলসহ যাত্রীবেশী দুই চোরাচালানী আটক

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা শহরের অদূরে বাঁকালে একটি ভ্যানে করে এই ফেনসিডিল আনা হচ্ছিল।
আটককৃতরা হলেন, কেশবপুর উপজেলার আওয়ালগাতির আবদুল খালেক সাজু ও সাতক্ষীরার নলকুড়ার মো. আজমীর হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি পুলিশের একটি দল নিয়ে বাঁকালে অবস্থান নেন। পরে ভ্যানের যাত্রীবেশী দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তাদের ব্যাগে থাকা ৭০ বোতল ফেনসিডিল বের করে দেয়। এসময় তাদেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version