Site icon suprovatsatkhira.com

ফিংড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জিএম আজিজুল ইসলাম, ফিংড়ী : ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়: শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম, সহকারী শিক্ষক মারুফা খানম, নুরুন্নাহার বিথি, শারমীন আক্তার প্রমুখ।
ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ’১৮ উপলক্ষ্যে ব্যাংদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুনের নেতৃত্বে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে র‌্যালি বের হয়। র‌্যালিটি ব্যাংদহা বাজার প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।
গাভা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা খাতুনের নেতৃত্বে বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ফিংড়ী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ফিরোজা বেগম, সহকারী শিক্ষক মৈত্রী দাশ প্রমুখ।
মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি আরএম হুমায়ুন কবির রানা’র নেতৃত্বে বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক এটিআরএম হুমায়ুন কবির রানা, সহকারী শিক্ষক লোকমান হাকিম, শিখা দত্ত, নাহার সুলতানা প্রমুখ।
গোবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়: আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ের এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version