ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন যুবলীগ শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
সংগঠনের কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন, ফিংড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেনসহ ৯টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা ককরেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু। অনুষ্ঠানে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।