Site icon suprovatsatkhira.com

ফিংড়ীতে আউশ ধানের বাম্পার ফলন

জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে আউশ ধানে বাম্পার ফলন হয়েছে। ইউনিয়নের এল্লারচর, বালিথা, শিমুলবাড়িয়া, ফয়জুল্লাহপুর, দক্ষিণ ফিংড়ী, গাভা, ব্যাংদহা, জোড়দিয়া, গোবরদাড়ী, কুলতিয়া ও হাবাসপুরসহ স্থানীয় বিলগুলোতে মৎস্য চাষের পাশাপাশি কৃষকরা আউশ ধান চাষ করেছে।
বিগত কয়েক বছর ধরে ফিংড়ীর বিভিন্ন বিল জলাবদ্ধতা থাকায় আমন ও আউশ ধান থেকে বঞ্চিত হয় এলাকার কৃষকরা। তবে চলতি বছর বর্ষা মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আমন ও আউশ ধান উৎপাদন করতে কোমর বেধে মাঠে নেমেছেন।
ইতিমধ্যে কোন কোন এলাকায় আউশ ধান ঘরে তুলতে শুরু করেছে চাষীরা। কৃষকেরা জানান, বোরোর তুলনায় আউশ চাষে খরচ অনেক কম। জমি চাষ, রোপণ, সেচ, সার ও কীটনাশক বাবদ বিঘাপ্রতি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয়। এ কারণে প্রান্তিক কৃষকরাও আউশ চাষে ঝুঁকছেন। তবে সরকারি প্রণোদনা পাচ্ছেন না বলে জানায় একাধিক কৃষক। তাদের দাবি, যারা আউশ চাষ করেনি এমন লোকও সরকারি বীজ, সার ও নগদ টাকা পেয়েছে।
ফিংড়ী ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ জানান, ফিংড়ী ইউনিয়নের কৃষকরা এবার ব্রি-ধান ৪৮, ৪৩, হাইব্রিড শক্তি-২ ও জামাইবাবু জাতের আউশ ধান চাষ করেছেন। তবে সবচেয়ে বেশি ব্রি-ধান ও হাইব্রিড শক্তি-২ জাতের আউশ চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে আউশ ধানের ফলন ভালো হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকদের বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তা প্রদান করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version