ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোবরদাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি স্যামুয়েল ফেরদৌস পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এসএম মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গোবরদাড়ী জোড়দিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এসএম জুলফিকার আলী, সহকারি প্রধান শিক্ষক সুনিল কুমার সানা, ফিংড়ী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য জাহিদুল আনোয়ার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা আক্তার, মির্জাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিআরএম হুমায়ুন কবির রানা, সুলতানপুর পল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নেছা খানম প্রমুখ।
ফিংড়ীতে অভিভাবক সমাবেশ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/