Site icon suprovatsatkhira.com

ফলোআপ: মুন্সীগঞ্জে ফুটপাত দখল করে সিঁড়ি নির্মাণ, জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা

এস.এম নাহিদ হাসান: শ্যামনগরের মুন্সিগঞ্জ বাজারে সরকারি জায়াগা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন মাহফুজ নামে স্থানীয় এক ব্যবসায়ী। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও গত ১৫ দিনে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখা যায়নি। এ নিয়ে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মনে ক্ষোভ দানা বেধেছে।
গত ১৮ আগস্ট মুন্সিগঞ্জ বাজারের ব্যবসায়ী মাহফুজুর রহমান তার দুই তলা ভবনের সামনে জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে অবৈধভাবে ভবনের সিঁড়ি নির্মাণ করেন। এর আগে ব্যবসায়ী মাহফুজুর রহমান কয়েক বছর আগে মুন্সিগঞ্জ বাজারে তার নিজস্ব জায়গায় দোতলা ভবন নির্মাণ করেন। দোতালায় ওঠার জন্য ভিতর দিয়ে সিঁড়ি থাকা সত্তে¡ও তিনি নতুন করে বাজারে চলাচলের মেইন সড়কের নিকট থেকে ভবনের সিঁড়ি নির্মাণ করেছেন। এ ঘটনায় সংবাদ প্রকাশিত হলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঈদের পরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু অদৃশ্য কারণে এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, মাহফুজ আইনকে অমান্য করে ফুটপাত দখল করে অবৈধ সিঁড়ি নির্মাণ করেছেন। এ ব্যাপারে তারা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম বলেন, বিষয়টি আমি সরেজমিনে যেয়ে দেখার পর সিঁড়ি ভাঙার জন্য তিনদিন সময় দিয়েছিলাম। সময় পার হওয়ার পরেও তারা সিঁড়িটি ভাঙেনি। এ বিষয়ে আমি উপজেলা ভূমি কর্মকর্তার সাথে কথা বলে কঠোর পদক্ষেপ নেব।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার বলেন, বিষয়টা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আইনত কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version