ফাহাদ হোসেন: দক্ষতা উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবন, খেলাধূলা, ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি ও লিঙ্গ বৈষম্য হ্রাসকরণসহ ১০টি বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতিসরূপ যুবকদের দেওয়া হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮।
এজন্য আগ্রহীদের কাছে www.youngbangla.org অথবা সরাসরি ফরম পূরণ করে আবেদন আহবান করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের সম আলাউদ্দিন মিলনায়তনে সিআরআই এবং ইয়াং বাংলার প্রেস মিটে এ আহবান জানানো হয়েছে।
এতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদের সভাপতিত্বে এবং সিআরআই ও ইয়াং বাংলার টিম লিডার শেখ ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল হান্নান।
মতবিনিময়ে অংশ নেন, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল, সাংবাদিক আনিসুর রহিম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই এলাহী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল কাদের, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, বণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরোয়ার, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি অসীম বরণ চক্রবর্তী, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
প্রেস মিটে জানানো হয়, সিআরআই একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান, যা বাংলাদেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণের আলোচনার ক্ষেত্র তৈরীর লক্ষ্যে কাজ করে। তরুণদের অনুপ্রাণিত করতে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় আগামী অক্টোবরে ৩য় বারের মত প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৮।
প্রেস মিটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডে আবেদন আহবান
https://www.facebook.com/dailysuprovatsatkhira/