কষ্টটা একা আমারই থাক, সুখটা তুমি নিয়ে যাও, ঘৃণাগুলো আমার জন্য রেখ তুলে। ভালবাসা দিলাম তোমায় আচল ভরে… ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যাক তোমার আগমনে! আমার জন্য নিংড়ানো ঘাস এতেই আমার হবে… শত গোলাপ ফুটে থাক তোমার আঙ্গিনাতে আমার বাগান শূন্যই রবে তোমার প্রতীক্ষাতে। আমার আকাশ থাক না কাল মেঘে ঢাকা! তোমার আকাশে উজ্জ্বল সূর্য একফালি রোদ যেন আবির মাখা। রাতের আকাশের উদ্দীপ্ত চাঁদ সেটাও নিয়ে যেও… আমার জন্য জোৎস্না রেখো। আপন করে নেব… বৃষ্টির রিমঝিম সুরটাও আজ দিলাম তোমায়।। সময় করে শুনে নিও।। শ্রাবণ সন্ধ্যার এক ফোঁটা জল শুধু আমার হাতে দিও… অঝর শ্রাবণ দিলাম তোমায় অনেক যতন করে।। ইচ্ছা হলে ভিজে নিও একটু সময় করে! ভুলগুলো সব আমারই থাক… শুধরে তুমি নিও।। একটা দাবি শুধু তোমার কাছে… ভালবাসার আজলা আমার একটু ভরে দিও।।
9,115,094 total views, 2,058 views today