এসএম নাহিদ হাসান: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে এতিম-দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজের বঙ্গবন্ধু ছাত্র হলে এই খাবার পরিবেশন করা হয়।
শুক্রবার জুম্মার নামাজের পর খাবার পরিবেশন শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
সামেক ছাত্রলীগের সভাপতি মো. আজমল হোসেন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেহেদী বলেন, আজ আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। এ উপলক্ষ্যে আমরা সামেক ছাত্রলীগের নেতাকর্মী ও দুইশো এতিম-দুস্থ শিশুকে সাথে নিয়ে দুপুরে একসাথে খেয়েছি। নেত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।