সেপ্টেম্বর ২১, ২০১৮
পুষ্পকাটিতে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধুম্রজাল
নিউজ ডেস্ক: দেবহাটা উপজেলায় পুকুর থেকে ফারিয়া (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুষ্পকাটি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু ফারিয়া পুষ্পকাটি গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। তবে, শিশু ফারিয়ার মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল। তার স্বজনরা জানান, পুষ্পকাটি গ্রামের ফরহাদ হোসেন তার শিশু কন্যা ফারিয়াকে নিয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ভোমরা বন্দরে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে কে বা কারা তার মাথায় সজোরে লাঠির আঘাত করে। এতে ফরহাদ মুহূর্তেই জ্ঞান হারান। এই সুযোগে শিশু ফারিয়াকে (৪) দুর্বৃত্তরা নিকটস্থ পুকুরের পানিতে ছুড়ে ফেলে। স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করে দেয়। এদিকে, শুক্রবার সকালে কিছুটা সুস্থ হতেই ফরহাদের কাছে খবর আসে- তার মেয়ে শিশু ফারিয়ার লাশ ভাসছে পুকুরে। এ খবর শুনে নিজের অসুস্থতার কথা ভুলে ফরহাদ দ্রুত ছুটে যান তার নিথর দেহী মেয়ের কাছে। তবে, এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। তারা বলেন, ফরহাদকে কেউ লাঠি দিয়ে আঘাত করেনি। এমনকি তার মেয়েকে পুকুরে ছুড়ে ফেলে হত্যার ঘটনায় অন্য কেউ জড়িত নয়। তারা বলেন, রাজনৈতিক কারণে ফরহাদের প্রতিবেশি মোকছেদ আলী এখন জেলে রয়েছে। তাকে জেলে পাঠানোর জন্য কয়েকজন লোককে সে দায়ী করে আসছিল। প্রতিশোধ নিতেই ফরহাদ মোকছেদ পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে তার মেয়েকে হত্যার দায় এলাকার কয়েকজন যুবকের ওপর চাপাতে এই নাটক সাজিয়েছে। তারা আরও জানান, ফরহাদের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, শিশু ফারিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি অনেকটাই রহস্যাবৃত। পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আঘাত করে হত্যার কোনো চিহ্নই শিশুটির দেহে নেই। এমনকি ফরহাদের দেহেও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্ত না করে কোনো কিছু নির্ণয় করা কঠিন জানিয়ে তিনি বলেন, ফরহাদকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। # 8,284,399 total views, 6,040 views today |
|
|
|